উপজেলা তথ্য কেন্দ্রের সেবাসমূহ:
১। মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান;
২। চাকরির আবেদনপত্র পূরন;
৩। ভর্তি পরীক্ষার ফরম পূরণ;
৪। বিভিন্ন পরীক্ষার ফালাফল;
৫। ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপির সাহায্যে যোগাযোগ;
৬। ই-কমার্স সেবা প্রদান;
৭। কৃষি, শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান;
৮। আইনী সহায়তার পরামর্শ প্রদান;
৯। মহিলাদের ডায়াবেটিকস পরীক্ষা, রক্রচাপ পরীক্ষা, তাপমাত্রা, ওজন মাপা;
১০। ডোর টু ডোর সেবা প্রদান;
১১। প্রতি মাসে ২টি করে উঠান বৈঠক ইত্যাদি।
[ বি.দ্র: সকল সেবা বিনামূল্যে শুধুমাত্র মহালাদের প্রদান করা হয় ।]
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস